হাতুড়ি ভেবে ২০ বছর ধরে গ্রেনেড দিয়ে পেরেক ঠুকছিলেন বৃদ্ধা!
হাতুড়ি ভেবে ২০ বছর ধরে গ্রেনেড দিয়ে পেরেক ঠুকছিলেন বৃদ্ধা!
চীনের হুবেই প্রদেশের ৯০ বছরের এক বৃদ্ধা ২০ বছর ধরে একটি আস্ত গ্রেনেডকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে আসছিলেন। গোলমরিচ গুঁড়ো করা থেকে শুরু করে আখরোট ভাঙা এবং দেয়ালে পেরেক ঠোকার মতো নানা কাজে তিনি এটি ব্যবহার করতেন।
বৃদ্ধা জানান, বহু বছর আগে তিনি এটি জমি থেকে কুড়িয়ে পেয়েছিলেন। জিনিসটি কী, তা তিনি জানতেন না। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ এসে নিরাপদে গ্রেনেডটি সরিয়ে নিয়ে যায়। সৌভাগ্যবশত, এতদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। এই অবিশ্বাস্য খবরটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
__Parpas – পারপাস__
খবর, বিশ্লেষণ, সত্য—সব একসাথে! 🌍
দেশ-বিদেশের হালনাগাদ খবর, বিশেষ প্রতিবেদন, অনুপ্রেরণার গল্প আর সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছে Parpas – পারপাস। নির্ভরযোগ্য তথ্য আর গভীর বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন ইউটিউব, ফেসবুকসহ সব প্ল্যাটফর্মে।
👉 ফেসবুকে দেখুন: Parpas – পারপাস
( https://www.facebook.com/profile.php?id=61577222301528)
Comments
Post a Comment