মাছ ধরতে পরতে হয় হেলমেট



 এই পুকুরে মাছ ধরতে নামলে পরতে হয় হেলমেট আর লাইফ জ্যাকেট।

প্রায় ৭০০ বিঘা জমির উপর ২৫০টির মতো পুকুর নিয়ে বিশাল কর্মযজ্ঞ গোলাম সাকলাইনের। রাজশাহীর এই খামার থেকে প্রতিদিন রুই, কাতলা, মৃগেল মাছ নিয়ে ট্রাক ছুটে যায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পথে।

সাকলাইনের খামারের জেলেরা কোমর পানিতে নেমে বিশাল বিশাল মাছ ধরছেন। প্রত্যেকের মাথায় থাকে মোটরসাইকেলের শক্তপোক্ত হেলমেট, আর গায়ে কমলা রঙের সেফটি জ্যাকেট।

এখানকার পুকুরের একেকটা মাছের ওজন হয় ১২-১৩ কেজি। জালে যখন ধরা পড়ে তখন মাছগুলো লাফঝাঁপ দেয়। মাছের ঝাপটায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কর্মীদের এমন অনাকাঙ্ক্ষিত আঘাত থেকে বাঁচাতেই গোলাম সাকলাইনের এই অভিনব ব্যবস্থা।

একসময় মাত্র একটি পুকুর দিয়ে শুরু করা গোলাম সাকলাইন এখন সফল মৎস্য খামারী। তার সাফল্য দেখে অনেকেই এখন এই ব্যবসায় আসছেন।

________________


__Parpas – পারপাস__

খবর, বিশ্লেষণ, সত্য—সব একসাথে! 🌍

দেশ-বিদেশের হালনাগাদ খবর, বিশেষ প্রতিবেদন, অনুপ্রেরণার গল্প আর সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছে Parpas – পারপাস। নির্ভরযোগ্য তথ্য আর গভীর বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন ইউটিউব, ফেসবুকসহ সব প্ল্যাটফর্মে।


👉 ফেসবুকে দেখুন: Parpas – পারপাস

 ( https://www.facebook.com/profile.php?id=61577222301528)

Comments

Popular posts from this blog

পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক নিজেই নিজেকে খেতে শুরু করে!

জানেন কি বন্ধু দিবস কিভাবে হলো.? Bondu Dibos ki babe holo?

শিরোনাম: মেয়েদের যৌনাঙ্গে চুলকানি: কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত বিশ্লেষণ