হিফুসাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬-২৭ সেশন এর কমিটি ঘোষণা

হিফুসাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬-২৭ সেশন এর কমিটি ঘোষণা

নিউজ পারপাস/ চট্টগ্রাম প্রতিবেদন/ ১০ আগস্ট ২০২৫।


হিফুসাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি 
২০২৫-২৬-২৭ সেশন এর কমিটি ঘোষণা সম্পন্ন হয়ছে।

#হিফুসাকা’ সর্বমহলে একটি ভালোবাসার স্পর্শিত নাম, যার সাথে মিশে আছে মানবতার মুক্তির কাণ্ডারী রাসুলে আরবির স্মৃতিজড়িত প্রতিষ্ঠিত সংস্থা হিলফুল ফুযুলের সম্পর্ক। এই সংগঠনের পুরোনাম "হিলফুল ফুযুল সাহিত্য কানন" (হিফুসাকা)। ‘সুস্থ সংস্কৃতির দুরন্ত বাহক’ এই স্লোগানকে সামনে রেখে অবিরাম পথ চলছে দ্বীনি সেবা ও সাহিত্য স্তরে। হিফুসাকা যেমন সুন্দর নাম তেমন জনমহলে প্রশংসিত। এই সংগঠনের কর্মীদের কার্যসম্পাদনা।

সংগঠনটি তাদের নিজস্ব নীতিসংবলিত সংবিধান অনুযায়ী পথ চলে, যার ধারাবাহিক সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছদের ‘খ’ অনুযায়ী প্রতিবছর কমিটি নবায়ন করে থাকেন। এই বছর সেশনের জন্য কেন্দ্রীয় কমিটি নবায়নের অনুমোদন করেছেন কর্তৃপক্ষ। 

০৯ আগস্ট ২০২৫ রোজ শনিবার রাত ১০ ঘটিকায় কেন্দ্রীয় পরিষদের সকল পর্ষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে কার্যকরী চ্যাটপ্যানেলে গ্রুপকলিং এর মাধ্যমে ভার্চুয়ালে ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ এর চূড়ান্ত কমিটি ঘোষণা করেন। 

কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নবকমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রধান উপদেষ্টা বরেণ্য কবি ও গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নান।
নবনির্বাচিত সভাপতি সেক্রেটারিসহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পদপদবি আমাদের মুখ্যবিষয় নয় কীভাবে নিজ নিজ জায়গা থেকে কাজের অগ্রগতিমূলক ভূমিকা রাখা যায় সেই প্রত্যাশায় আমরা কাজে নেমেছি।

◑ হিফুসাকা কেন্দ্রীয় উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের নবগঠিত তালিকা (২০২৫-২৬/২০২৬-২৭ সেশনের জন্য) :


উপদেষ্টা পরিষদ :

১. ড.মাহফুজুর রহমান আখন্দ (প্রধান উপদেষ্টা) 
২.ড.ইয়াহ্ইয়াহ মান্নান
৩.আমির বিন সুলতান 
৪.মুহাম্মদ মাসুম বিল্লাহ 
৫. কবি মো: জাহেদুল ইসলাম জাহিদ


কার্যনির্বাহী পরিষদ:

১.সভাপতি: আব্দুল খালেক লিটন
২.সহ-সভাপতি : আব্দুল আজিজ
৩.সহ সভাপতি : এমডি জিয়াবুল
৪.সাধারণ সম্পাদক:মুহাম্মদ জাহেদুল ইসলাম জিহাদ
৫.সহ-সাধারণ সম্পাদক: মো: ইমাম 
৬.সাংগঠনিক সম্পাদক: মাও জাহিদুল ইসলাম
৭.অর্থ সম্পাদক: জাহিদুল ইসলাম সুমন
৮. সাহিত্য সম্পাদক: মুহাম্মদ মনজুর আলম
৯.মহিলা বিষয়ক সম্পাদিকা: শান্তা ইসলাম সু'আদ
১০.প্রকাশনা বিষয়ক সম্পাদক: তারেকুল ইসলাম শাহপুরী
১১.শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আমিনুল ইসলাম সুমন
১২.মানব কল্যাণ সম্পাদক: আব্দুল হান্নান পারভেজ
১৩. মিডিয়া ও প্রচার সম্পাদক: মাহমুদুল হাসান নাঈম
১৪: নির্বাহী সদস্য: রাজু মীর
১৫.নির্বাহী সদস্য : হাদিসুর রহমান মিসবাহ
১৬.নির্বাহী সদস্য: মহব্বত খান
১৭.নির্বাহী সদস: ইসমাইল নূর
১৮.নির্বাহী সদস্য: শেখ নিফাউল ইসলাম পলাশ
১৯.নির্বাহী সদস্য: ইলিয়াস মুহাম্মদ নিহাদ
 ২০.নির্বাহী সদস্য: হাফেজ মাও আক্তার হোসেন


এই কমিটিকে ২০২৫ থেকে ২০২৭এর ২৪ জুলাই পর্যন্ত দুইবছরের জন্য অনুমোদন দেওয়া হয়। 


সর্বশেষ প্রতিষ্ঠাতা উপদেষ্টা কবি আমির বিন সুলতান বলেন, এই সংগঠন কেবলই সাহিত্য নয়; শিক্ষা,সাহিত্য, সংস্কৃতি, শান্তি, সেবা ও সামাজিক উন্নয়নই হিফুসাকার মূল লক্ষ্য। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকারের মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণই আমাদের একমাত্র ব্রত। আর্তমানবতার সেবা, সমাজসংস্কার, কর্মসংস্থান তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণপোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার স্বপ্ন দেখি আমরা। আপনিও এই মহতি প্লাটফর্মের বন্ধু হোন।
সেই সাথে প্রধান উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আকন্দ বলেন 👉 লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে যোগাযোগ স্থাপন করা। সাহিত্যচর্চা ও প্রতিভা বিকাশে সহায়তার উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা। সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধি ও মনে প্রাণে ধারণ করা। নতুন লেখকদের উৎসাহ, উদ্বীপনা, প্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করা। নিয়মিত সাহিত্যসভা ও পাঠচক্র আয়োজন করা। নতুন লেখকদের সুযোগ দেওয়া। সমালোচনা হোক গঠনমূলক ও ইতিবাচক এবং সাহিত্যকে সামাজিক জীবনে সচেতনতা বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করা। হিফুসাকার সম্মানিত উপদেষ্টা ড. ইয়াহইয়া মান্নান স্যার বলেন 👉 ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় হিলফুল ফুযুল অবিচার , জুলুম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তেমনি সাহিত্য সংগঠনকেও সত্য ও ন্যায়ের পক্ষে সৃষ্টিশীল কলম চালাতে হবে। হিলফুল ফুযুল দুর্বলদের অধিকার ফিরিয়ে দিয়েছিল, সাহিত্য সংগঠন নতুন লেখক ও পাঠকদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতিভা বিকাশে সহায়তা প্রদান করতে হবে। হিলফুল ফুযুল ছিল বিভিন্ন গোত্রের একত্রীকরণ, সাহিত্য সংগঠনও বিভিন্ন মত ও ধারার মানুষকে একত্র করে সাংস্কৃতিক ঐক্য গড়ে তুলতে পারে। মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সাহিত্যও নৈতিকতা, মানবতা ও ইতিবাচক মূল্যবোধ প্রচারের মাধ্যম হতে হবে এবং হিলফুল ফুযুল সাহিত্য সংগঠনকেও সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে।
সাংগঠনিক অগ্রগতি কামনায় মোনাজাত ও দুআ'র মধ্য দিয়ে নির্বাচনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

________________

__Parpas – পারপাস__
খবর, বিশ্লেষণ, সত্য—সব একসাথে! 🌍
দেশ-বিদেশের হালনাগাদ খবর, বিশেষ প্রতিবেদন, অনুপ্রেরণার গল্প আর সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছে Parpas – পারপাস। নির্ভরযোগ্য তথ্য আর গভীর বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন ইউটিউব, ফেসবুকসহ সব প্ল্যাটফর্মে।

👉 ফেসবুকে দেখুন: Parpas – পারপাস
 ( https://www.facebook.com/profile.php?id=61577222301528)



Comments

Popular posts from this blog

পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক নিজেই নিজেকে খেতে শুরু করে!

জানেন কি বন্ধু দিবস কিভাবে হলো.? Bondu Dibos ki babe holo?

শিরোনাম: মেয়েদের যৌনাঙ্গে চুলকানি: কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত বিশ্লেষণ