এবার ইলিশের দাম থাকবে সবার নাগালে, কারণ জানালেন বিশেষজ্ঞরা

 এবার ইলিশের দাম থাকবে সবার নাগালে, কারণ জানালেন বিশেষজ্ঞরা


ঢাকা, ১৫ আগস্ট ২০২৫ — বর্ষা মৌসুমের শুরুর সাথে সাগর ও নদীতে ইলিশের প্রচুর সরবরাহ থাকায় এ বছর বাজারে ইলিশের দাম অন্যান্য বছরের তুলনায় অনেক কম থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ইলিশ আহরণ গত বছরের তুলনায় প্রায় ৩০% বেশি হয়েছে।

পটুয়াখালী, ভোলাসহ উপকূলীয় জেলার জেলেরা জানিয়েছেন, এবারের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় নদী ও সমুদ্রে ইলিশ ধরা পড়ছে প্রচুর। এছাড়া অবৈধ জাল ব্যবহার ও প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার সরকারি উদ্যোগের ফলেই ইলিশের সংখ্যা বেড়েছে।

বর্তমানে পাইকারি বাজারে মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০০-৮০০ টাকায়, যা গত বছর ছিল ১২০০ টাকার বেশি। বড় আকারের ইলিশও বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে, ফলে সাধারণ ক্রেতারা এ বছর ইলিশের স্বাদ নিতে পারবেন অনেক বেশি।

ব্যবসায়ীরা আশা করছেন, পর্যাপ্ত সরবরাহ বজায় থাকলে ঈদ ও পূজার মৌসুমেও দাম নিয়ন্ত্রণে থাকবে। তবে অতিরিক্ত রপ্তানি বা পরিবহন ব্যাঘাত ঘটলে দাম কিছুটা বেড়ে যেতে পারে বলে তারা সতর্ক করেছেন।

Comments

Popular posts from this blog

পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক নিজেই নিজেকে খেতে শুরু করে!

জানেন কি বন্ধু দিবস কিভাবে হলো.? Bondu Dibos ki babe holo?

শিরোনাম: মেয়েদের যৌনাঙ্গে চুলকানি: কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত বিশ্লেষণ