৩০০শ কোটি টাকা নিয়ে পালিয়ে গেল ফ্লাইট এক্সপার্টের প্রতিষ্ঠাতা
৩০০ কোটি+ নিয়ে নাকি ফ্লাইট এক্সপার্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান বিন রশিদ শাহ সাইম ফু'রু'ত!
পালানোর মিছিলে ডেস্টিনি, ইভালি, আলেশামার্টের পর সামিল হলো Flight Expert! একটার পর একটা অনলাইন দেশি কোম্পানি সাধারণ মানুষের বিশ্বাস ভেঙে দিয়ে টাকা মেরে পালাচ্ছে আর প্রতিবারই বাঙালি হো'গা'মা'রা খাচ্ছে, এটা শুধু অসাধু উদ্যোক্তার অনৈতিক সফলতা না বরং গোটা সিস্টেমটাই যে পঁচে গেছে, এটাও প্রমাণ করে।
ওরে জেনে গেছে, জানে, এদের কাউকে এদেশে জবাবদিহি করতে হয়না, এদেশে এভাবে মানুষের টাকা হজম করে নেয়া যায় খুব সহজেই। কারণ সবারই জানা, চাইলে পালানোর একটা "সহজ সিস্টেমেটিক রাস্তা" সবসময় খোলা থাকে। ইতিমধ্যে কোম্পানির ওয়েবসাইট গায়েব, সালমানের ফেসবুক-লিংকডইন সবকিছু উধাও,
এইসব মালিকদের Interpol-এর মাধ্যমে ধরে এনে `বিচারের-মুখোমুখি`* করা উচিত, যেখানেই থাকুক না কেন।
এরা সেলিব্রিটিদের দিয়ে প্রমোট করবে আর কয়েক বছর পরে মানুষের কোটি কোটি টাকা নিয়ে ভেগে যাবে। ডেস্টিনি, ইভালি আর আলেশামার্ট এর কথা মনে আছে? বাংলাদেশ ক্রিকেট দলের স্পনসর করছিলো তারা। পলিটিশিয়ান আর আমলাদের ম্যানেজ করেই এই রকম বড় বা'ট'পারগুলা আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠে!
Comments
Post a Comment