এসএসসি পাশেই ইসলামি ব্যাংকে চাকরির বিজ্ঞাপ্তি, বেতন ৩০ হাজারের বেশি

এসএসসি পাশেই ইসলামি ব্যাংকে চাকরির বিজ্ঞাপ্তি, বেতন ৩০ হাজারের বেশি

 কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক, দক্ষিণ এশিয়ার প্রথম শরী'আহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যাসেঞ্জার-কাম-গার্ড (অস্থায়ী) পদে নিয়োগের জন্য উদ্যমী, কর্মঠ, একনিষ্ঠ এবং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।


শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস


বয়স: ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর (বিআরপিডি সার্কুলার নম্বর ৫৪, তারিখ: ১২.১২.২০২৪ অনুসারে)। বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লিখিত জন্মতারিখ বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে কোন হলফনামা গ্রহণ করা হবে না।


বেতন স্কেল: প্রতিষ্ঠানের বিধি মোতাবেক


অন্যান্য শর্তাবলি


১। মার্কশীট/অ্যাপিয়ার্ড সার্টিফিকেট/টেস্টিমোনিয়াল-সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।


২। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।


৩। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য TA & DA প্রদান করা হবে না।


৪। নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে।


৫। অসম্পূর্ণ/ভুল তথ্যসম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।


৬। প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ই-মেইল এবং মোবাইল নম্বর থাকতে হবে।


৭। প্রার্থীদের ব্যাংকের যেকোনো অফিস বা শাখায় চাকুরি করার মানসিকতা থাকতে হবে।


নিয়োগ পদ্ধতি


১। আবেদনকারীদের তথ্য ও ডকুমেন্টসমূহ বাছাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে।


২। তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে।


৪। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে যেকোনো প্রার্থী/সম্পূর্ণ প্যানেল/নিয়োগ প্রক্রিয়া/নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।


আবেদন পদ্ধতি

যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইট (career.islamibankbd.com) এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (JPG, maximum size 100 KB) ও স্বাক্ষর (JPG, maximum size 50 KB), আপলোড করার মাধ্যমে আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। কোন অবস্থাতেই সরাসরি হাতে হাতে, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না।


আবেদন করতে স্ক্যান করুন


ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর


অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার


অথবা ভিজিট করুন:ইসলামি ব্যাংকের সাইডে যান


Comments

Popular posts from this blog

পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক নিজেই নিজেকে খেতে শুরু করে!

জানেন কি বন্ধু দিবস কিভাবে হলো.? Bondu Dibos ki babe holo?

শিরোনাম: মেয়েদের যৌনাঙ্গে চুলকানি: কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত বিশ্লেষণ