আবাবো কে কান্না করলো মাইলস্টোন
১২ দিন পর আবার কেঁদেছে মাইলস্টোন!
দিয়াবাড়ি ক্যাম্পাস আজ খুলেছে, কিন্তু ক্লাস হয়নি।
শুধু দোয়া, কান্না আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্মৃতিচারণ...
শিক্ষার্থীদের চোখে জল—কিন্তু হৃদয়ে সাহস।
সবার মুখে একটাই কথা:
"আমরা হার মানিনি, আমরা ফিরে এসেছি!"
"মাইলস্টোন আবার দাঁড়াবে মাথা উঁচু করে!"
এই ক্যাম্পাস এখন শুধু একটি ভবন নয় —
এটা একতা, সাহস আর বেঁচে থাকার গল্প!
ভাঙা দেয়ালের ভেতরেও জেগে আছে অটুট মনোবল!
🤲 সবাই দোয়া করবেন—
যারা অসুস্থ, তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন,
আর যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাঁদের জান্নাতবাসী করেন।
আমিন।🤲
Comments
Post a Comment