চান্দগাঁওয়ে কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে তরুণীকে ধর্ষণ, বান্ধবী গ্রেপ্তার

চান্দগাঁওয়ে কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে তরুণীকে ধর্ষণ, বান্ধবী গ্রেপ্তার


 চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে কৃত্রিম পু*রু*ষা*ঙ্গ ব্যবহার করে এক তরুণীকে ধ*র্ষ*ণে*র অভিযোগে ঘনিষ্ঠ বান্ধবীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত তরুণীর নাম শারমিন আক্তার (২০)। তিনি কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। পেশাগত কারণে চট্টগ্রাম নগরীতে বাসা ভাড়া নিয়ে থাকেন

চান্দগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী বিবাহিত, কিন্তু তার স্বামী গ্রামে থাকেন। শারমিনের সঙ্গে একই বাসায় থাকতেন তিনি। দেড় মাস আগে শারমিন অনলাইনে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ কিনেন। পরে বেল্ট ব্যবহার করে ভুক্তভোগীকে তরুণীকে প্রথমবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে রাখেন শারমিন।

সেই ভিডিওর ভয় দেখিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় ওই তরুণীর ওপর। একপর্যায়ে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়েন। আর সইতে না পেরে সোমবার রাতে বাবাকে ওই তরুণী বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে শারমিনকে গ্রেপ্তার করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার বিকালে অভিযুক্ত তরুণীকে আদালতের পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
___________________________________
___________________________________Parpas – পারপাস
খবর, বিশ্লেষণ, সত্য—সব একসাথে! 🌍
দেশ-বিদেশের হালনাগাদ খবর, বিশেষ প্রতিবেদন, অনুপ্রেরণার গল্প আর সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছে Parpas – পারপাস। নির্ভরযোগ্য তথ্য আর গভীর বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন ইউটিউব, ফেসবুকসহ সব প্ল্যাটফর্মে।

👉 ফেসবুকে দেখুন: Parpas – পারপাস ( https://www.facebook.com/profile.php?id=61577222301528) 




Comments

Popular posts from this blog

পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক নিজেই নিজেকে খেতে শুরু করে!

জানেন কি বন্ধু দিবস কিভাবে হলো.? Bondu Dibos ki babe holo?

শিরোনাম: মেয়েদের যৌনাঙ্গে চুলকানি: কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত বিশ্লেষণ